গত ১৩ই সেপ্টেম্বর ধানমণ্ডির এ.ডি.এন এডু সার্ভিস লিঃ সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো টপব্রাইট আয়োজিত “বেসিক এন্ড এডভান্সড বায়োইনফরমেটিক্স” এর সমাপনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শিরিন তরফদার (অধ্যাপক, মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলোজি, বিএসএমএমইউ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মশিউর রহমান (সহকারি অধ্যাপক, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হসপিটাল)।
প্রধান অতিথি ডা. শিরিন তরফদার শিক্ষার্থীদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করেন এবং তরুণদের উদ্দ্যেশে বলেন, “ সকল প্রতিবন্ধকতা পেরিয়ে গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, “বিশ্বকে দেখিয়ে দিতে হবে আমরাও পারি”। বিশেষ অতিথি ডা. মশিউর রহমান বলেন, “গবেষণার বিকল্প নেই। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন গবেষণা করতে হবে”। তিনি আরো বলেন, “আমি টপব্রাইটকে এই রকম উদ্দ্যগের জন্য সাধুবাদ জানাই।“
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টপব্রাইট এর সি.ই.ও এ.এস.এম. সারওয়ার এবং আশিক মাহমুদ আদনান (সিনিয়র লেকচারার, ইউল্যাব)। সমাপনী অনুষ্ঠানের শেষার্ধে শিক্ষার্থীরা সনদ পত্র গ্রহণ করেন। অনুষ্ঠানটির সার্বিক ভেন্যুর সহায়তায় ছিলো এ.ডি.এন এডু সার্ভিস। অনুষ্ঠানটির প্রথমার্ধে “কর্মজীবন উন্নয়ন” শীর্ষক বিষয়ের উপর দিক নির্দেশনা প্রাদান করেন আশিক মাহমুদ আদনান।
জীব বিজ্ঞান অনুষদের (জীন প্রকৌশল এবং জীবপ্রযুক্তি, অণুজীব বিজ্ঞান ও জৈবরসায়ন) শিক্ষার্থীদের কম্পিউটেশনাল বায়োলজি বা বায়োইনফরমেটিক্স এর উপর আগ্রহ সৃষ্টি করার এবং কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে পাঁচ দিন ব্যাপী বেসিক এন্ড এডভান্সড বায়োইনফরমেটিক্স এবং কর্মজীবন উন্নয়ন কর্মশালা যৌথভাবে আয়োজন করে টপব্রাইট এবং ন্যাশনাল ইনিস্টিউট অব বায়োটেকনোলজি (এন.আই.বি)। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আরিফ খান (লেকচারার, ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইউডা), মোহাম্মদ উজ্জ্বল হোসেইন (সাইনটিফিক অফিসার, এন.আই.বি), এম ডি নজরুল ইসলাম (সাইনটিফিক অফিসার, এন.আই.বি)।
এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বায়োইনফমেটিক্স টুল ব্যবহার এবং ওয়েট ল্যাব ব্যবহার না করে সিলিকন ল্যাবের মাধ্যমে কিভাবে উচ্চমানের গবেষণা করা যায় সেই সম্পর্কে ধারণা লাভ করে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে এই বায়োইনফরমেটিক্স বিষয়ক শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জীন সিকুয়েন্সিং, জেনেটিক এনাল্যাইসিস, ফাইলোজেনেটি ট্রি এনালাইসিস, নেক্সট জেনেরেশন সিকুয়েন্সিং প্রভৃতি কাজ করার মাধ্যমে গবেষণার পাশাপাশি ফ্রিল্যন্সার হিসেবে কাজ করেও বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। প্রশিক্ষণে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহন করে।
প্রশিক্ষণ সম্পর্কে টপব্রাইট এর সিইও এ.এস.এম সারওয়ার বলেন, “উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে গবেষণায়ও উন্নত হওয়া প্রয়োজন। তরুণ সমাজকে বেশি বেশি গবেষণায় উদ্ভূত করতে হলে দক্ষতা বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি সহযোগিতা পাওয়া গেলে আরো বেশি বেশি এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা সম্ভব। সেই সাথে তিনি এন,আই,বি কে ধন্যবাদ জানান সহযোগিতার জন্য। উক্ত প্রশিক্ষণে টপব্রাইট এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোপূর্বে টপব্রাইট এর উদ্যোগে গবেষণা পদ্ধতি এবং গবেষণা প্রবন্ধ প্রাকাশনা বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। টপব্রাইট এর গবেষণা এবং প্রশিক্ষণ বিভাগ প্রতিনিয়ত লাইফ সাইন্স বিভাগের শিক্ষার্থী এবং পেশাজীবিদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং সহযোগিতা করে থাকে। -বিজ্ঞপ্তি